To Save Money in Thailand
কম খরচে থাইল্যান্ডে
ঘুরে বেড়ানোর উপায়
আপনি জানেন যে
১ বার্থ=৪২
পয়সা বা ০.৪২টাকা। আপনি
যদি ৩০হাজার টাকা
নিয়ে থাইল্যান্ড যান
আপনি পাবেন সে
হিসেবে থাই মুদ্রায়
১২হাজার ৬৬৮.৮৪
বার্থ।
ব্যাংকক থেকে চিয়াংমাই
যেতে লাগবে ৯০০বার্থ
নাইট বাসে। সেখানে
এক সপ্তাহ থাকতে
খরচ পড়বে খাবারদাবার
থাকাসহ মাত্র প্রায়
আড়াই হাজার
টাকা। ঢাকা থেকে
ব্যাংকক বিমান ভাড়া
মাত্র ২০-২১
হাজার টাকা( আড়াইশো
ডলার)রিটার্ণ টিকেটসহ।
একদম কম খরচে
কিভাবে ঘুরে বেড়াবেন,বাস করবেন
ভ্রমণকালে তা অভিজ্ঞতার
আলোকে বলতে পারি।
বিলাসিতা না করলে
কম টাকায় বেশি
দিন ঘুরতে পারবেন
অনায়াসে।
Visiting Thailand
between April and September (low season) will cost
you a lot less than in high
season (October to March), particularly in the
tourist areas. Accommodation,
food, air fares and motorbike rental
prices rocket during high season so if you
are on a budget then you
should avoid traveling during those months.
Chiang
Mai isn’t on par with Bangkok or some other regions but
it’s one of the cheapest
places to live in
Thailand, while having pretty much all of the creature
comforts
you would expect back home. You
already know that travel is really
cheap in Thailand and, if you
find that you’ve over-spent your budget
or
you just want to squeeze an extra week or two out of you trip
then you
should definitely consider
living in Chiang Mai. You can get a night bus from Bangkok to
Chiang Mai for around 900 baht ($27),
accommodation for 200 baht ($60) per month and Thai dishes for
30-40 baht
($1.20) each.
১. অপর্যটন মৌসুমে
ভ্রমণ :
থাইল্যান্ডে এপ্রিল থেকে
সেপ্টেম্বর মাসে (পর্যটন
মৌসুম) পর্যটক বেশি
থাকে। বিশেষ করে
থাইল্যান্ড গিয়ে
এ পর্যটন মৌসুমে
আপনাকে অর্থব্যায়ের নানা
প্রতিযোগিতার মধ্যে পড়তে
হবে।
কিন্ত আপনি যদি
মার্চ থেকে অক্টোবর
মাসে অপর্যটন মৌসুমে
থাইল্যান্ড ভ্রমণে যান
আপনার তুলনা মূলক
অনেক খরচ কম
হবে।
অব সিজনে বাসস্থান, খাদ্য, বিমান
ভাড়া এবং মটর
সাইকেল ভাড়া অনেক
কম হয়।
এমনকি এ সময়
বাসস্থানের মূল্য নিয়ে
দর কষাকষি করা
অনেক সহজ হয়. রেস্টুরেন্ট
খাদ্য সস্তা হয়।
আপনি সহজে বুঝতে
পারবেন অবসিজনে বিমান
ভাড়া,হোটেলগুলোতে ভাড়া
হ্রাস ইত্যাদি প্রচুর
বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের
দৃষ্টি আকর্ষণ করা
হয়।
২. ব্যাংককে বছরের
সসব সময় পর্যটক
থাকে। তাই এড়িয়ে
চলুন থাইল্যান্ড এর
পর্যটক বহর।
তাই আপনাকে ফুকেট,চিয়াং মাই,
কো সামুইয়ের মতো
দেশের উত্তরাঞ্চলের
সস্তা অঞ্চলে থাকার
চেষ্টা করতে হবে।
আপনি আশ্চর্য হবেন
যে কত সস্তায়
এ সব এলাকায়
রাত্রি যাপন করা
যায়।
৩. চিয়াং মাই
গামী নাইট বাস
ধরে রওয়ানা দিন।
চিয়াং মাই অনেক
এলাকা থেকে একেবারে
সস্তা । মাত্র
২০০-৩০০টাকায় ভালো
থাকতে পারবেন। ৮০-১২০টাকায় প্রতি
বেলা খাবার
কেতে পারবেন। চিয়াং
মাইয়ের ১৫ দিনের
ব্যায় ব্যাংককে একদিনেই
হবে।
৪. জিমকে বাসস্থান
হিসেবে ভাড়া নেবেন
না
জিমগুলো অনেক দূরে
হয়। বেড়ানোর জায়গা
থেকে দূরে হওয়ায়
অনেক টাকা গাড়ি
ভাড়া খরচ হয়ে
যায়। তাই কয়েকজন
মিলে ২/৩
রুমের রেস্টহাউস এসি/নন এসি
নিতে পারেন। খুব
বেশি প্রয়োজন না
হলে এসি রুম
নেবেন না।
মন্দিরের রেস্ট হাউসেও
কম পয়সায় থাকতে
পারেন ।
৫. আপনার নিজের
খাবার রান্না নিজেই
রান্না করুন। বন্ধুদের
সাহায্য নিয়ে ৫/৬জনের জন্য
একবেলা রান্না ৩০০
বাথে সেরে ফেলুন।
হাড়ি পাতিল ওখানে
পাবেন।
আপনি সহজে বুঝতে পারবেন অবসিজনে বিমান ভাড়া,হোটেলগুলোতে ভাড়া হ্রাস ইত্যাদি প্রচুর বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।